সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান,পাবনা:
সবাই কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন, সবার প্রিয়মুখ সদালাপী ও নম্র ভদ্র ধার্মিক ওমর সানি ফারুক (২৫) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তিনি পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কাঁচি পাড়া গ্রামের মরহুম নুরাল মোল্লার ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে বি বি এ (অনার্স) পাশ করে ঢাকায় একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত ছিলেন। ওমর সানি ফারুক ঢাকা থেকে ঈদ উদযাপন করার উদ্দেশ্যে বাড়ি ফেরার পথে সুজানগর উপজেলার সাগর কান্দি ইউনিয়নের খলিলপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। বুধবার সকাল ১০ টায় খাপড়া ডাঙ্গী গোরস্থানে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে শিক্ষক,ছাত্র ও বিশিষ্ট জনের ফেসবুক ওয়ালে যেভাবে ওমর সানি ফারুক কে তুলে ধরেছেন, তাতে নিঃসন্দেহে একটি ভালো মনের মানুষ ছিলেন।তার সাথে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে তার তিন ভাই পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।