শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা,পাবনা :
বনগ্রাম বাজারের প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্তি করে বনগ্রাম বাজারের ক্যাবল নেটওয়াকের সত্ত্বাধিকারী ব্যাবসায়ী আলহাজ্ব আব্দুর রহিম বাবুকে আহবায়ক করে নতুন একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সেই নতুন কমিটির বিপক্ষে কথিত ডিজিটাল আওয়ামীলীগ নেতা মোঃ ফারুক হোসেন ব্যবসায়ীদের অবগত না করেই তার মনোনীত ব্যক্তিদের নিয়ে একটি পকেট পাল্টা কমিটি গঠন করে। এ ব্যাপারে মোঃ ফিরোজ মোল্লা নামের জনৈক ব্যবসায়ী পাবনা পুলিশ সুপারের কাছে ব্যবসায়ীদের পক্ষে প্রতিকার চেয়ে একটি আবেদন করেন। অভিযোগ পত্র থেকে জানা যায়, কথিত এই জন বিছিন্ন নেতা অনৈতিক সুবিধা নিয়ে প্রকৃত ব্যবসায়ীদের মতামতের মুল্য্য না দিয়ে নিজের পছন্দমত অসাধু ব্যবসায়ী ও নিষিদ্ধ মাদক, যৌন উত্তেজক ঔষধ প্রস্তুতকারী মামলার বিতর্কিত আসামিদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ভূয়া কমিটি গঠন করে। এর পেক্ষিতে সুশীল সমাজ ও ব্যাবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। ব্যবসায়ীদের দাবী উক্ত ভূয়া কমিটি ভেঙে দিয়ে সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হোক। কিন্তু জন বিছিন্ন নেতা ফারুক অসৎ উদ্দেশ্য পুলিশ প্রশাসনের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ডিজিটাল বিলবোর্ডে তার নিজের ছবি ও তার মনোনীত কমিটির সভাপতি/সম্পাদক এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তার ছবির সাথে সংযুক্ত করে তা প্রচার করছে। যা ইতিমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে। এছাড়াও তার অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে পুলিশ প্রশাসন দ্বারা গ্রেফতারের ভয়ভীতি প্রদর্শন করেন বলে জানা যায়। উল্লেখ্য যে, তার মনোনীত অবৈধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ইতিপূর্বের বাজার কমিটির সাধারণ সদস্য খাকাকালীন সময়ে ৪/৫ বছর নাইটগার্ডদের বেতন উত্তোলনের নাম করে প্রায় ৮/৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তাদের এমন আচরণে ব্যবসায়ীরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। পাল্টা কমিটি গঠন করায় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় যে কোন সময় সংঘর্ষের মত ঘটনা ঘটে জানমালের ক্ষতি হতে পারে বলে ব্যবসায়ীরা মনে করছেন। এ ঘটনায় ব্যবসায়ীগণ আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বার বার মৌখিক ও লিখিত অভিযোগ দিলেও অদৃশ্য কারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ করা হচ্ছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে নতুন একটি পূর্ণাঙ্গ বাজার বনিক সমিতি গঠনের জন্য পাবনা ১ আসনের সংসদ সদস্য ও পাবনা পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করছে বনগ্রাম বাজার বনিক সমিতি।