শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

কিশোরগঞ্জের হোসেনপুরে ধর্ষণ চেষ্টা মামলায় আসামি গ্রেফতার

Reading Time: < 1 minute

এ আর সুমন,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ জেলায় হোসেনপুরে সাত বছরের কন্যা শিশু ধর্ষণ চেষ্টা মামলা দায়েরের এক ঘণ্টার মধ্যেই মূল আসামি ইমাম হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় গঠিত হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু এর নেতৃত্বে হোসেনপুর থানা এলাকায় সাত বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় মো. ইমাম হোসাইন (৩০)কে আটক করেছে। মঙ্গলবার বিকাল ৫.৫০ ঘটিকায় হোসেনপুর থানার দক্ষিণ মাধখলা এলাকা হতে স্থানীয় জনগনের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী মো. ইমাম হোসাইন(৩০) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মেছেড়া পশ্চিমপাড়া এলাকার মো. নাজিম উদ্দিন এর ছেলে।গত ২০ আগস্ট সকাল অনুমানিক ৬.০০ ঘটিকার সময় প্রতিদিনের ন্যায় সাত বছরের কন্যা শিশু মসজিদের মক্তবে আরবি পড়তে গেলে ইমাম হোসাইন তার কাম-লালসা চরিতার্থ করার জন্য কন্যা শিশুকে ফুসলিয়ে মসজিদের বারান্দার রুমে নিয়ে পরনেথাকা হাফপ্যান্ট খুলে পেটসহ যৌনাঙ্গে হাত দিয়ে স্পর্শ করতে থাকে ও ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি চিৎকার করলে লম্পট ইমাম হোসাইন শিশুটির মুখ চেপে ধরে এবং এই বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে গত ২২ আগস্ট সকালবেলা সাত বছরের কন্যা শিশুটি মসজিদের মক্তবে আরবি পড়তে গেলে বিবাদী ইমাম হোসাইন (৩০) পুনরায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এবং কাউকে কিছু না বলার জন্য আবারও ভয়ভীতি দেখালে শিশুটি বাড়িতে গিয়ে ভয়ে কান্নাকাটি করতে থাকে এবং ঘটনাটি তার মাকে জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে হোসেনপুর থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা (মামলা নং- ০৮, তারিখ- ২২/০৮/২০২৩ খ্রি. নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২০) এর ৯(৪)(খ) ধারা) দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান। মামলাটি দায়েরের পরপরই হোসেনপুর থানা পুলিশ আসামি গ্রেফতারে সর্বাত্মক তৎপর হয়। গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামী ইমাম হোসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সততা স্বীকার করেন।গ্রেফতারকৃত আসামী মো. ইমাম হোসাইন(৩০)কে বিধি মোতাবেক বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com