বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ মিজানুর রহমান,কিশোরগঞ্জ নীলফামারী:
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার পৃথক দুই স্থান থেকে ১কেজি গাঁজা ও ১গ্রাম হেরোইনসহসহ পুটিমারি ইউনিয়নের পোড়া কোর্ট খোকার বাজার থেকে মাসুদসহ অন্য তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে পুটিমারি ইউনিয়ন ও বড়ভিটা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পুটিমারি ইউনিয়নের পোড়াকোর্ট খোকার বাজারের গোলাম মিয়ার ছেলে মাসুদ(৩৫), বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এরশাদ আলী(৩৫), মৃত্যু আজিজার রহমানের ছেলে সুজন (২৫), হরেন্দ্র নাথের ছেলে লালমোহন চন্দ্র(৫০), উক্ত অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী, মাসুদকে দুই বছর জেল ও অপর তিনজনকে ৩ মাসের জেলসহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক জায়েদ আল জাফরি জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পৃথকভাবে চারটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলা নাম্বার, ০৪,০৫,০৬,০৭।