বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা পুলিশ কর্মকর্তা বিজয়-উৎপলকে ধরলেই মিলবে কাজেম হত্যার উত্তর: দাবি চিকিৎসকদের সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ ও মানববন্ধন  দেশদ্রোহী খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে–আহসান হাবিব লিংকন রংপুরে জমি লিখে না দেয়া মাকে বেধড়ক পেঠালো ছেলে ও ছেলের বউরা শ্রীবরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ মান্দায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে জরিমানা করায় ব্যবসায়ীদের একাংশের বিক্ষোভ, সেনাবাহিনীর টহল

Reading Time: 2 minutes

নয়ন দাস,কুড়িগ্রাম জেলা ;
লকডাউন চলাকালিন সময়ে কুড়িগ্রামের উলিপুর বাজারে বিচ্ছিন্নভাবে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমান আদালত ব্যবসায়ীদের জরিমানা করায় ব্যবসায়ীদের একাংশ উলিপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শনিবার (১০ জুলাই) দুপুরের দিকে উপজেলার গবামোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরে বিকালে পৌর শহরে প্রশাসন ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাপড় পট্টিতে মোবাইলের দোকান খোলা রাখায় জরিমানা করা হয়েছে। এছাড়া অকারনে বাজারে ঘোরাঘুরি করায় ব্যবসায়ী ও পথচারীদের সতর্ক করা হয়েছে। প্রশাসন লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, উলিপুর কাপড় পট্টিতে অবস্থিত হাজী মার্কেটে কিছু দোকান খোলা রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উলিপুরের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল সেখানে ২টি মোবাইলের দোকানে জরিমানা করে তা বন্ধ করে দেন। এরপর সেখানে অকারনে উপস্থিত কিছু সংখ্যক ব্যবসায়ী ও পথচারীকে সতর্ক করে তিনি চলে যান। এরপর ওই মার্কেটের কিছু ব্যবসায়ীরাসহ আশপাশের ব্যবসায়ীদের একাংশ দোকান খোলা রাখার দাবীতে উলিপুর-কুড়িগ্রাম সড়কের গবা মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। এদিকে ঘটনার প্রেক্ষিতে বিকালে পৌর শহরে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। উলিপুর বস্ত্র মালিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম জানান, আজকের বিক্ষোভ নিয়ে আমরা কিছুই জানি না। এ ব্যাপারে কেউ আমাদের সাথে কোন কথা বলেনি। আমরা সরকারের নির্দেশ মোতাবেক কাজ করছি। এ ব্যাপারে উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা জানান, এটি বিচ্ছিন্ন ঘটনা। উলিপুর বণিক সমিতির সকল ব্যবসায়ীরা এর সাথে সম্পৃক্ত নয়। আমরা সরকারের লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা চাইছি। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-জান্নাত রুমি জানান, লকডাউনে দোকান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনার পর ব্যবসায়ীদের একাংশ প্রতিবাদ জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। ঘটনাটি পৌর মেয়র এবং বণিক সমিতির লোকজনকে জানানো হয়েছে। লকডাউন বাস্তবায়নে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের কাছে পরিস্থিতি শুনে সেনাবাহিনীর টিম ম্যাজিস্ট্রেটসহ টহল জোরদার করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com