রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০১:০৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম আর রাসেল, ঈশ্বরদী পাবনা।
পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগের আহ্বায়ক পদে অনেকটা এগিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস । ঈশ্বরদী উপজেলা যুবলীগের আহ্বায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন তিনি। আবেদনের বিষয়টি জুবায়ের বিশ্বাস নিজেই জানিয়েছেন।
ঈশ্বরদী উপজেলা যুবলীগের আহ্বায়ক পদে প্রার্থী হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস,উপজেলা যুবলীগের বর্তমান সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জমান দোলন, পাবনা জেলা যুবলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুর।
যুগ্ন আহ্বায়ক পদে পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি খায়রুজ্জামান রঞ্জন, বর্তমান কমিটির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী, ১নং সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বজন সরদার, যুবলীগ কামরুল হাসান বুলবুল, সদ্য বিদায়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন অবুঝ, সাবেক ছাত্রনেতা জুয়েল প্রমূখ।
এর আগে ঈশ্বরদী উপজেলা যুবলীগের আহ্বায়ক, যুগ্ন আহ্বায়ক ও সদস্য পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেন পাবনা জেলা যুবলীগ। গত ১৯ এপ্রিল (মঙ্গলবার) জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি ও যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় যুবলীগের পরামর্শক্রমে ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষে আহ্বায়ক, যুগ্ন আহ্বায়ক ও সদস্য পদপ্রার্থীদের জীবন বৃত্তান্ত আহবান করা হল। প্রসঙ্গত, ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে। শেষ হবে আগামী ২৭ এপ্রিল বুধবার পর্যন্ত পাবনা জেলা যুবলীগ কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা নেয়া হচ্ছে।