শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনট, অতিবৃষ্টি ও দিনমজুর অপ্রতুলতার এর কারনে কৃষক যেমন কাটতে পারছে না ধান, তেমনি যেতে পারছেনা হাট বাজারে। ফলে ক্রেতা কম নিয়েই চলছে সাপ্তাহিক হাট বাজার।
অর্ধেক ধানেও মিলছে না দিনমজুর। ফলে বৃষ্টিভেজা দ্রুত উপযুক্ত ধান না কাটতে পেরে হতাশায় ভুগছেন, না পারছে করতে অন্য কোনো কাজ না পারছে বাজার করতে। এমতাবস্থায় ক্রেতা কমে চলছে ধুনটের মাছ বাজার। শুক্রবার১৩মে ধুনটের গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে সাপ্তাহিক হাট ঘুরে দেখা যায়, পাবদা মাছ ২০০ টাকা কেজি, পাঙ্গাশ ১৪০/১৫০ টাকা কেজি, বাটা ১৮০/১৯০ টাকা কেজি অন্যান্য মাছ এভাবে তুলনা মুলক বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ী কর্ণ, তাপশ বলেন মোকামে পাঙ্গাশ ১২০/১৩০ টাকা, বাটা ১৭০/১৮০ টাকা, পাবদামাছ ২২০/২৩০ টাকা কেজি দরে কিনে এখন এই দরে বিক্রয় করতে হচ্ছে। পাবদামাছে কেজিপ্রতি কুড়ি টাকা লোকশান গুনতে হচ্ছে। কারন হিসেবে তারা উল্লেখ করেন ধানকাটার মৌসুম, অতিবৃষ্টি, দিনমজুরি কৃষক সমস্যা – ফলে হাটে আসার সময় পাচ্ছেনা কৃষক, মাঝখানে তারা লোকসান গুনছেন।