রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী ২০০ গ্রাম হিরোইন, একটি মোটরসাইকেল-সহ ৪জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।বৃহস্পতিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গোদাগাড়ী থানাধীন চাপাল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো: মোসাঃ রিসি অরফে রিমি খাতুন(৩৫),সে কুষ্টিয়া জেলার খোকসা থানার খোকসা কালিবাড়ী গ্রামের মোঃ আনিছুর রহমানের স্ত্রী একই জেলার কুমাড়খালি থানার ধর্মপাড়া গ্রামের সাগর বিশ্বাসের স্ত্রী অনিতা রাণী সরকার(৩৫), গোদাগাড়ী থানার মাটিকাটা গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ খুবাইল ইসলাম (৩৩)ও একই থানার মাওলানাগেট গ্রামের মৃত নোমান আলীর ছেলে মোঃ গোলাম রব্বানি (২৮)।জেলার ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহীর গোদাগাড়ী থানাধীন চাপাল গ্রামে হেরোইন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশ বর্নিত স্থানে অভিযান চালিয়ে হেরোইন-সহ ২জন নারী ও ২জন পুরুষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফাতারকৃত আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।