মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সাব্বির মির্জা সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
৩০ মে (রবিরার) সন্ধায় বিএনপি নেতা আব্দুল হাকিমের বারোয়ারী বটতলা নিজ কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক অধ্যাপক আব্দুল হাকিম,জেলা সেচ্ছাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির নেতা অধ্যাপক রায়হান আলী, অধ্যাপক ওবায়দুল হোসাইন, যুবনেতা আবুল কালাম, আব্দুল লতিফ, ইব্রাহিম হোসেন, আবুল কালাম আজাদ, আব্দুল লথিফ, তাড়াশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদত হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হীরা প্রমুখ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনা করে এবং তারেক রহমানসহ বিএনপি ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।