শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনটে প্রতিদিন তিব্র যানজটে নাকাল পৌরবাসিন্দা সহ গোটা উপজেলা।রমজান মাসে এ তিব্র যানজট হওয়ায় পথচারী চরম ভোগান্তিতে পড়েছে।
ধুনটের বুক চিরে চলমান একটি রাস্তা, যা পৌরসভার মধ্যে দিয়ে বহমান। গোসাঁইবাড়ি, সোনামুখি যাওয়ার বাইপাস সড়ক থাকা সত্বেও বড় যানবাহন, বাস, ট্রাক একটু ঘুরে যাওয়ার ভয়ে পৌরসভার মধ্যে দিয়ে যাতায়াত করায় এই তিব্র যানজটের মুল কারন বলে সচেতন মহল মনে করেন। এছাড়া এমনিতে পৌরসভার রাস্তা সরু তার উপর রাস্তার দুপাশে নানাবিধ পণ্যের বিক্রির ব্যবস্থা তিব্র এ-ই যানজটকে মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে দিয়েছে। হুকুমালী থেকে সোনামূখী এবং গোসাইবাড়ী যাতায়াতের জন্য বাইপাস পাকা সড়ক থাকলেও অধিকাংশ ট্রাক চালক ঐ সড়ক ব্যাবহার না করে জনসমাগমের শহর ধুনট বাজার হয়ে যাতায়াত করায় এ ভোগান্তি হচ্ছে, এবং এ রাস্তা একবার যানজটে বন্ধ হলে গোটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে যাওয়া বন্ধ হয়ে যায়, ফলে গোটা উপজেলা থেমে যায় যানজটের নিকট পরাজিত হয়ে। এ ব্যাপারে জনগণ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ইতিপূর্বে অনেকবার, কিন্তু এর সমাধানের ব্যপারে কোন আলোচনা, বৈঠক হয়নি – তাই জনগণ অসহায় হয়ে পরম করুনাময়ের দিকে তাকিয়ে আছেন।