শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলার, ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ শত বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত। রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের যমুনা বাঁধ সংলগ্ন বন্যা দুর্গত এলাকায়, এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ৪ শত ৫ জনকে ১০ কেজি করে চাল, ১’শ জনকে শিশু খাদ্য ও ১’শ জনকে গো-খাদ্য বিতরণ করেন। এ-সময় নির্বাহী কর্মকর্তার সঙ্গে, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম তালুকদার দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, ভান্ডার বাড়ি ইউ পি চেয়ারম্যান আতিকুল করিম আপেল প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার বলেন, সকল প্রতিকূল মুহূর্তে সকলের পাশে উপজেলা প্রশাসন আছে ও থাকবে। তিনি আরোও বলেন, যেকোনো সমস্যায় যত তাড়াতাড়ি সম্ভব উপজেলা প্রশাসনকে অবহিত করতে সকলের প্রতি আহ্বান জানান।