মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

News Headline :
বাংলাদেশে নাবালিকা ধর্ষণ: একটি পর্যালোচনা নওগাঁয় নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা গ্রেপ্তার আমাদের লড়াই শুধু হাসিনা নয়, যেকোন ফ্যাসিবাদের বিরুদ্ধে-রাজশাহীতে শিবির সভাপতি রাজশাহী পুঠিয়ায় ভাগ্নী’কে ধর্ষণ চেষ্টাকারী সিহাব গ্রেফতার হোসেনপুরে বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌড়ালেন শ্যামনগরের ইউএনও রণী খাতুন পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা এবার রাজশাহীর বাগানগুলোতে ফুটছে আগাম আমের মুকুল সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে

নরসিংদীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ৪ জন আহত

Reading Time: 2 minutes

মাহবুব খান, শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার পুরান্দিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মৃত ভিকচান খন্দকারের ছেলে আব্দুর রব খন্দকার ও তার ছেলে ইসহাক খন্দকার, আবদুল গনি ভূইয়ার ছেলে আব্দুর রহিম ভূইয়া ও আব্দুর রহমান ভূইয়া। গুরুতর আহত অবস্থায় আব্দুর রব খন্দকার নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পুরান্দিয়া বাস স্ট্যান্ডের পূর্ব পাশে একটি জমি নিয়ে আব্দুল গনি ভূইয়ার সাথে একই এলাকার আব্দুর রব খন্দকারের সঙ্গে বিরোধ চলছে। রোববার রাতে ওই জমিতে আব্দুর রব খন্দকার মাটি ভরাট করে। পরদিন সোমবার সকালে গিয়ে সেই জমিতে কাজ করছিলো গনি ভূইয়া ও তার ছেলেরা। খবর পেয়ে রব খন্দকার ও তার ছেলে ইসহাক খন্দকার তাদের বাধা দিলে দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়। আহত আব্দুর রব খন্দকার বলেন, আমার পৈত্রিক সুত্রে পাওয়া জমিতে গতকাল মাটি ভরাট করেছি। কিন্তু গনি ভূইয়া সোমবার সকালে জোর পূর্বক দখল করে বেড়া দিতে যায়। খবর পেয়ে আমরা সেখানে গেলে গনি ভূইয়া ও তার ছেলেরা আমাদের উপর হামলা করে। এঘটনায় আমি থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি। অপর দিকে গনি ভূইয়া অভিযোগ করে বলেন, আমি প্রায় ৪০ বছর আগে রব খন্দকারের পিতা ভিকচান খন্দকারের কাছ থেকে জমি ক্রয় করে ভোগদখল করে আসছি। গত রোববার রাতে জোর করে জমি দখল নিতে সেখানে রব খন্দকার মাটি ফেলে ভরাট করে।
খবর পেয়ে সকালে সেই জমিতে বেড়া দেয়ার জন্য গেলে রব খন্দকার ও তার ছেলে ইসহাক খন্দকার আমাদের উপর হামলা করে। এতে আমার দুই ছেলে গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে চিকিৎসা দিতে নিলে সেখানেও হামলা করতে আসে। পরে তাদের ভয়ে পূর্ণ চিকিৎসা না নিয়েই বাড়িতে চলে আসি। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, এঘটনায় আব্দুল গনি ভূইয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com