বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

News Headline :
মিছিলে গিয়ে নিখোঁজ শাহীন এক মাসেও বাড়ি ফেরেনি, মর্গে থাকা লাশের দাবি পরিবারের পাবনায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে পাবনায় শহীদি মার্চ কর্মসূচি পালন টাংগাইলের মধুপুরে “শহীদি মার্চ পালন” কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লুট হওয়া একটি গ্যাসগান উদ্ধার নওগাঁর মান্দায় লীজকৃত পুকুরের দখল পাচ্ছেন না যুবদলনেতা আব্দুল জলিল জুড়ীতে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পৌর প্রশাসনের মতবিনিময় সভা ইবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন রাজশাহীতে শেখ হাসিনা-কাদেরসহ ৪৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিয়ন্ত্রণহীন ধুনট কাঁচাবাজার রোজার প্রথমদিনে ক্রেতাবিক্রেতা সারাদিন তর্কাতর্কি

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনটে অস্থিতিশীল লাগামহীন কাঁচাবাজার রোজার শুরুতেই সাধারণ মানুষের ক্রয়ের বাইরে চলে গেছে, নিয়ন্ত্রণ করার এমন কেউ নেই এখানে! তাই প্রথম রোজার দিনে থেমে থেমে ক্রেতা বিক্রেতার মধ্যে সারাদিনই ধুনট কাঁচাবাজারে রাগারাগি, তর্কাতর্কির ঘটনা দেখা যায়।
ধুনট কাঁচাবাজার ঘুরে যেসব চিত্র দেখা যায়। যাদের সীমিত আয়, বিশেষ করে মধ্যমআয়ের মানুষের অবস্থা খুবই করুন। তারা ফ্যালফ্যাল করে করুণ ভাবে তাকিয়ে থাকে তার আসার প্রয়োজনীয় পণ্যটির প্রতি, কিন্তু ক্রয় করতে পারেনা – দীর্ঘনিঃস্বাস ছেড়ে খালি হাতে ফিরতে হয় বাড়িতে। রোজা রেখে অনেকেই আবার বেশি উত্তেজিত হয়ে পরে। নিয়ন্ত্রণহীন ধুনট কাঁচাবাজারে দেখা যায় – বেগুন-৬০,শশা-৮০,পটোল-৮০,ঢেঁড়শ-১০০,কলা-১২০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। বাকি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এমনভাবেই দাম হেঁকে বিক্রয় করা হচ্ছে। দিশেহারা সবাই ধুনট বাজারে এসে আরোও দিশেহারা হয়ে পরছে। পাঁচগাছি স্কুলের ধর্মীয় শিক্ষক মোঃ ইমরান নোমান ধুনট বাজারে এসে এসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্থিতিশীলতা অবস্থা দেখে আমাকে প্রশ্ন করলেন – ভাই আপনারা সাংবাদিক, আমাদের এ অবস্থার কথা তুলে ধরতে পারেন না! আরোও প্রশ্ন করেন ধুনট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ করার কেউ আছে কি? ধুনট মহিলা স্কুল এন্ড কলেজের প্রভাষক জিয়াউল হক এ সময় আক্ষেপ করে বলেন- পৃথিবীর অন্যান্য দেশে ব্যাবসায়ীরা এগারো মাস লাভ করে একমাস ফ্রী করে দেয়, আর আমাদের দেশের ব্যাবসায়ীরা এগারো মাস চুরি করে আর এই একমাস করে ডাকাতি।
বলে লাভ নাই বাজারে এসে কিনতে পারলে কেনেন, না পারলে চুরি করার চেষ্টা করেন। এটা দেখার মনিটরিং করার কেউ নেই, আপনি আমি বলে বৃথাই সময় নষ্ট। লজ্জা কারো না থাকলে আপনি আমি করে কোনো এর সমাধান হবে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com