মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা:
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার গুলোতে লাইসেন্স ছাড়াই চলছে সেবা কার্যক্রম। ফলে সরকার প্রতি বছর হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।
লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টারে দালালদের কারনে প্রকৃত লাইসেন্সধারী প্রতিষ্টানগুলো রোগীদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অধিকাংশ প্রতিষ্টানের নেই প্রকৃত সেবা। নেই ভাল কোন যন্ত্রপাতি নিম্ন মানের যন্ত্রপাতি নিয়ে চালাচ্ছে ডায়াগনস্টিক সেন্টার।
এসব ডায়াগনস্টিক সেন্টার গুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসারগন রোগী দেখেন তাদের ভিজিটিং কার্ড অনুযায়ী দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। কলমাকান্দার এলাকাবাসী সূত্রে জানা যায়, আমাদের এলাকায় নেই কোন ভাল সেবা, নেই কোন ভাল প্রতিষ্টান। এখানে ডাক্তার দেখাতে আসলে পাওয়া যায় না সঠিক সেবা। গুনতে হয় মোটা অংকের টাকা। এসব প্রতিষ্টানে রয়েছে দালাল। একজন রোগী ডাক্তারের কাছে গেলে দিতে হয় অনেক টাকা, সেই টাকা থেকে দালালরা ভাগ নেয়।
নেত্রকোণা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলায় আবেদনকৃত ১০টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এছাড়াও বিভিন্ন বাজার গুলোর আনাছে কানাছে অনেক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে যাহা সিভিল সার্জন অফিস অবগত নয়।
এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ আল মামুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, খুব তাড়াতাড়ি কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।