মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী,রাজশাহী :
রাজশাহী নগরীর পবায় ফুলবাস নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১টায় পবা থানার বড়গাছি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পবা থানার ওসি মোঃ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই তাজউদ্দীন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার পলাতক আসামি ফুলবাস, সে একই থানার বড়গাছি এলাকার জয়নালের ছেলে।
পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেন জানান, আসামি ফুলবাসের বিরুদ্ধে দায়রা নং ১১৭৫/১৯ এর বিজ্ঞ আদালত কর্তৃক ৪ মাস সাজা ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ঘোষনা রয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।