মানিক হোসেন, পাবনা :
পাবনা শহরের প্রধান প্রধান সড়ক দিয়ে প্রতিদিন রাত অনুমান দুইটা থেকে ভোর পর্যন্ত প্রশাসনের চোখের সামনেই ইট ভাটায় ব্যবহৃত জ্বালানি কাঠ বোঝাই গাড়ি ডুকছে। শহরের বেশ কয়েকটি প্রবেশ মুখে একটি মহল স্লিপের মাধ্যমে প্রতিটি গাড়ি থেকে টাকা উঠাচ্ছে।ছোট গাড়ি থেকে ১০০টাকা ও বড় গাড়ি থেকে ২০০/৩০০ টাকা চাঁদা উঠাচ্ছে। এদিকে ইঁটভাটায় ব্যবহারকারী গাছ আনা নেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে ভারী যানবাহন। এসব অবৈধ খড়ি বহন কারি যানাবহন চলাচলের কারনে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন প্রতিটি ভাটায় অনুমান ৩শ থেকে ৫শ মন কাঠ পোড়ানো হয়। ইটভাটায় বৃক্ষ নিধন করে কাঠ জ্বালানি হিসাবে ব্যবহার করায় পরিবেশের উপর ব্যাপক বিরুপ প্রভাব পড়ছে। গাছ কাটার ফলে বায়ুমন্ডলে কার্বনডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার আশংকা রয়েছে।