বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি:
পাবনা র্যাব কর্তৃক ০২ (দুই) কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন গ্রেফতার। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব–১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ১০/০২২০২৩ তারিখ ১৩.৪৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব–১২, সিপিসি–২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতেপাবনা জেলার পাবনা সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের রামানন্দপুর গ্রামে (ব্রাক মোড়) ধৃত আসামী আশরাফুল ইসলাম এর বসতবাড়ীর পাশে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ (দুই) কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা, ব্যাগ–০১টি, মোবাইল–০১টি, সিমকার্ড–০২টি সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ আশরাফুল ইসলাম (৩৭), পিতা–মোঃ মাহাতাব শেখ, সাং–রামানন্দপুর, থানা–পাবনা সদর, জেলা–পাবনা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিল গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত–মোঃ তৌহিদুল মবিন খান, স্কোয়াড্রন লীডার কোম্পানি কমান্ডার র্যাব–১২, সিপিসি–২, পাবনা।