মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:০২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এস এম আলম, পাবনা :
পাবনায় শুরু হয়েছে আউট অব চিল্ড্রেন প্রকল্পের সদর উপজেলার শিক্ষা কেন্দ্র সমুহের শিক্ষক ও সুপারভাইজারদের মৌলিক প্রশিক্ষন। সকালে সদর উপজেলা রিসোর্স সেন্টারে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ প্রশিক্ষনের আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুন্নাহার রেখা, শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাইদ, স্থানীয় উন্নয়ন সংস্থা দিগন্ত সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক সামসুন্নাহার মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, ।উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রোগ্রামার ময়নুল হক।