admin
- ৬ অক্টোবর, ২০২২ / ১৪৩ Time View
Reading Time: < 1 minute
এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী, পাবনা:
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে পানিতে ডুবে জিসান (৮) এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জিসান দাশুড়িয়া সুলতানপুর গ্রামের হাসান আলীর ছেলে।
সে দাশুড়িয়া চাঁদপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। জানা যায় আজ (৬ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরার সময় অনাকাঙ্ক্ষিত ভাবে পানিতে পড়ে যায় জিসান।
জিসানের সাথে থাকা একজন ছেলে পানিতে পড়ে যাওয়া দেখে তার পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার।
জিসানের মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায় নেমে এসেছে।