সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ ফজলুল হক,পাবনা:
পাবনার জালালপুরে প্রসেসের দূষিত বর্জ ফেলাকে কেন্দ্র করে এলাকায় ভাংচুর গ্রেফতার ও সড়ক অবরোধসহ বেশ কয়েকটি কারখানার রং করার চুলা ভেঙ্গে দেন এলাকার কৃষকেরা। এতে এলাকায় ব্যপক উত্তেজনা বিরাজ করছে। ঘটছে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। চুলা ভাঙ্গা নিয়ে মালেক হাজী বাদী পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরবর্তীতে পুলিশ অভিযান পরিচালনা করে জালালপুর মোল্লাপাড়া গ্রামের আলিম বান্ডারী নামের এক জনকে গ্রেফতার করেন। এর প্রতিবাদে শুক্রবার সকাল ১১ টায় পাবনা সদর উপজেলার জালালপুর নতুনপাড়া ঈদগাহ মাঠের সামনে এলাকার কৃষকসহ স্থানীয়রা ৪০ মিনিট ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, মালেক হাজীর প্রসেসের কেমিক্যালের দুষিত পানি, বর্জ, এসিড, কষ্ট্রিক, নাইট্রিক এসিড ইত্যাদি কেমিক্যাল দ্রব্য এলাকায় কৃষি ফসলের জমিতে, পুকুরের বিশুদ্ধ পানিতে, রাস্তাঘাটে মানুষের বসতবাড়ির আঙ্গিনায় প্রভাহিত করে পুকুরের মাছ, মাঠের ফসল, রাস্তাঘাটে বিষাক্ত পানি দিয়ে রোগে আক্রান্ত করে ক্ষতি সাধন করছে। উক্ত বিষাক্ত পানির প্রবাহ বন্ধ না করিলে এলাকার মানুষের ফসলের, পুকুরের মাছের গুরুতর ক্ষতি হবে। ফলে মালেক হাজীর পরিবেশ দূষণ ও অবক্ষয়ের হাত থেকে এলাকার নিরীহ মানুষকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে রনি জানান, আলিম বান্ডারী কৃষকের পক্ষে প্রতিবাদ করার কারণে আজ জেল হাজতে। আমরা আলিমের মুক্তি চাই। মালেক হাজী প্রসেসের দূষিত বর্জ ও কেমিক্যাল মিশ্রিত এসব বিষাক্ত পানি সরাসরি কৃষি জমিতে এসে পড়ার কারণে এ ঘটনা ঘটছে। কৃষকেরা জানান, আমরা প্রতিকার চেয়ে পাবনার পরিবেশ অধিদফতরের পরিচালক বরাবর কয়েক শতাধিক কৃষক ও এলাকাবাসী গণস্বাক্ষর করে লিখিত অভিযোগ ও করেছিলেন। বর্তমানে জালালপুর নতুনপাড়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় ইউএনও ভাম্যমান আদালত পরিচালনা করেছেন । সার্বিক ঘটনার সত্যতা পাওয়ায় একটি মামলা হয়েছে। এখন এলাকায় পুলিশ মোতায়েন আছে।