শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সেলিম মোর্শেদ রানা
পাবনা সুজানগর হাটখালী ইউনিয়নের সাগতা গাজনার বিলে রাতের আধারে জেলেদের জাল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ১১ তারিখ শনিবার সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভুগি শ্রী মধাব হলদার। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, প্রতি বছরের মত এবারও সরকারি জলমহল লিজ গ্রহণ কওে গাজনার বিলের জলাশয়ে বাঁধ তৌরি করে ২টা খরাজালের মাধ্যমে মাছ শিকার কওে আসছিল।
জেলে পরিবারের শতাধিক জেলে এই জলমহলের মাধ্যমে জীবিকা নির্বাহ কওে তাদের ৩শত লোক বেঁচে থাকে। এই জলমহলই স্থানীয় জেলেদের জীবন জীবিকার উপার্জনের একমাত্র মাধ্যম। তাই সকল জেলে মিলে জলমহল থেকে মাছ সংগ্রহ করার জন্য বাঁশ খুটি ব্যবহার করে থাকে। কিন্তু গত ১০-০৯-২০২২ইং তারিখ শুক্রবার রাতের অন্ধকারে এলাকার স্থানীয় অভিযুক্ত মো.শরিফুল এর যোগসাজশে প্রায় ১৫/২০ জন তাদের সমস্ত বাঁশ খুটি ও খড়ার জাল কেটে ফেলে। এতে কওে হিন্দু সম্প্রদায়ের জেলেদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। বাঁশ খুটি ও জাল কেটে ফেলায় তাদের প্রায় ১০/১২ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে শ্রী মধাব হলদার বলেন প্রায় ১৫/২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সমস্ত বাঁশ খুটি ও জাল কেটে ফেলে, তাদের হাতে থাকা অস্ত্র সস্ত্র দেখে আমরা পিছিয়ে আসি। তিনি জানান আমিসহ আমাদের জেলে পরিবারদেও তারা হুমকি ধামকি দিচ্ছে। জীবনে বেঁচে থাকা ও জীবিকা নির্বাহের জন্য আইনের আশ্রয় চান জেলে পরিবারের সদস্যরা। এ বিষয়ে সুজানগর ও বেড়া থানার সার্কেল রবিউল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।