মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
জমি নিয়ে পুর্ব বিরোধের জের ধরে পাবনায় প্রকাশ্যে দিবালোকে শরিফুল ইসলাম (৩৩) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে তার আপন চাচাত ভায়েরা। এ ঘটনায় নিহতের পিতা মারাত্মক আহত হয়ে পাবনা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অন্যজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ভাড়ারা শাহী মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শরিফুল ইসলাম তার নিজ বাড়ির জায়গায় বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষ তারই চাচাত ভাই শরিফুলকে বাধা দেয়। বাকবিতন্ডার এক পর্যায়ে শরিফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরত্বর আহত করে। এ সময় শরিফুলের বাবা ছামেদ সরদার তার ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরত্বর আহত করে। স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে বেলা ১১টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। আহত ছামেদ সরদার পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহত শরিফুল ইসলাম পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের ছামেদ সরদারের ছেলে।
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে আইনশৃংখলা রক্ষার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।