মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
গত ১৩ এপ্রিল ২০২২ খ্রিঃ ২৩.০৫ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে অভিযানে ঘটনাস্থল “পাবনা জেলার পাবনা থানাধীন ইসলামগাতী সাকিনস্থ ধৃত আসামীদ্বয়ের বাউন্ডারী করা টিনসেড হাফ বিল্ডিং বসতবাড়ীর উঠানের উত্তর পূর্ব কোণায় বাউন্ডারী ওয়াল সংলগ্ন এবং উঠানের উত্তর পশ্চিম কোনায় বাথরুমের ওয়াল সংলগ্ন (মোটরের কাছে) মাটির নিচে পুতে রাখা অবস্থায়” অভিযান পরিচালনা করে ধৃত আসামী- ০১। মোছাঃ শ্যামলী খাতুন (৩২), স্বামী-মোঃ মমিনুল ইসলাম, সাং-ইসলামগাতী, থানা-পাবনা, জেলা-পাবনা ০২। মোঃ মমিনুল ইসলাম (৩৬), পিতা-আবুল হোসেন, সাং-ইসলামগাতী, থানা-পাবনা, জেলা-পাবনা, স্থায়ী ঠিকানাঃ গ্রাম-ধোলাইকুঠী কৃষ্ণনন্দবকসী, থানা- ফুলবাড়ীয়া, জেলা-কুড়িগ্রামদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের নিকট হতে ৩১ কেজি ৫০০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা, মোবাইল-০২ টি, সীম-০৪টিসহ উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহার দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
স্বাক্ষরিত/–
কিশোর রায়
সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার)
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার
র্যাব-১২, সিপিসি-২, পাবনা।