মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় অগ্নি সতর্কতা এবং ঝুঁকি নিরসনে জরুরী বহির্গমন ও অগ্নি নির্বাপন মোহরা দিয়েছে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সহকর্মীরা। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তত্ত¡াবধানে প্রতিষ্ঠানের জরুরী সমাবেশ স্থলে মোহরার অংশ হিসেবে অগ্নি সতর্কতা এলার্ম বাজার সাথে সাথে সুশৃংখলভাবে দ্রুত কর্মস্থল থেকে বেড়িয়ে আসেন সাড়ে তিন হাজার সহকর্মী। পরে তাদের উদ্দেশ্যে সচেতনতামুলক বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মোঃ আব্দুল খালেক, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক মোঃ আবু তাহের, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানবস¤পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হান্নান, এইজিস সার্ভিসেস লিমিটেড জেনারেল ম্যানেজার ল্যাফট্যানান্ট কর্নেল (অব:) শাহীন মোহাম্মদ আবরার, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানবস¤পদ বিভাগের ব্যবস্থাপক হারুন উর রশিদ, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের মানবস¤পদ ব্যবস্থাপক দেলোয়ার হোসেন টুটন, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টেলিভিশনের পাবনা প্রতিনিধি এস এম আলম, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ঊর্ধ্বতন নির্বাহী সরকার শিবলী শরীফ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর মানব স¤পদ কর্মকর্তা আরাফাত বাবর সহ স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর কর্মকর্তাবৃন্দ এবং কর্মীগণ। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন এর নেতৃত্বে এ মোহরায় দমকল বাহিনীর সদস্যদের সাথে অংশ নেন প্রতিষ্ঠানের সাড়ে চারশ সহকর্মী। এসময় এ প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপক ব্যবস্থার প্রশংসা করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।