রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম,এইচ মাসুক, পাবনা:
পাবনার চাটমোহরের ফৈলজানা থেকে এক অটোবইক চালকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫৫)। নিহত ইসমাইল হোসেন জেলার আটঘরিয়া উপজেলার পৌর এলাকার হাজিপাড়া মৃত নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের ক্যাথলিক স্কুলের পাশে ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ইসমাইল তিনি ব্যাটারী চালিত অটোবাইক চালাতেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পুলিশের ধারণা অটোবাইক ছিনতাই করে গত রাতের যে কোন সময় তাকে হত্যা করে নির্জন মাঠে ফেলে রেখে চলে যায় যাত্রীবেশি ছিনতাইকারীরা। আজ সকালে স্থানীয়দের খবরের ভিত্তিত্বে ঘটনাস্থল থেকে হাত-পা বাধা ইসমাইলের লাশ উদ্ধার করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।