শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

পাবনা জেলা প্রশাসকের হস্তক্ষেপে মুক্ত অবরুদ্ধ পরিবারগুলো

পাবনা জেলা প্রশাসকের হস্তক্ষেপে মুক্ত অবরুদ্ধ পরিবারগুলো

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা :
পাবনা ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের সোনাহারা ১নং ওয়ার্ডের কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের অবরোধে ভোগান্তিতে ছিলেন। এ ঘটনায় এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযোগের ভিত্তিতে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম গত ১০ অক্টোবর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসকের নির্দেশ পাওয়ার পরপরই ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এবং অবরুদ্ধ রাস্তা উম্মুক্ত করে দেন। এর মাধ্যমে অবরুদ্ধ পরিবারগুলো মুক্ত হয়ে স্বাভাবিক চলাচলের সুযোগ ফিরে পেল। এ সময় ইউএনও মাহবুব হাসান স্থানীয় প্রভাবশালী ও এলাকাবাসীকে সতর্ক করে বলেন “জনসাধারণের চলাচলের রাস্তায় কোনো প্রকার বাধা সৃষ্টি করা যাবে না। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানাতে হবে।” আইনি দিক থেকে বিষয়টি স্পষ্ট করে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত রাস্তার বিষয়ে ১৮৮২ সালের ইজমেন্ট রাইট অ্যাক্টের ৪ ধারা এবং ১৯০৮ সালের তামাদি আইনের ২৬ ধারা অনুসারে, কোনো ব্যক্তি যদি শান্তিপূর্ণভাবে, প্রকাশ্যভাবে ও নিরবচ্ছিন্নভাবে ২০ বছর কোনো পথ ব্যবহার করে আসেন, তবে তিনি সেই পথে চলাচলের আইনগত অধিকার অর্জন করেন।‘উপভোগাধিকার’ বলতে বোঝায় কোনো ব্যক্তি বা জমির মালিকের অন্যের জমিতে নির্দিষ্ট কোনো সুবিধা ভোগ করার অধিকার, যেমন চলাচলের রাস্তা, পানি নেওয়া, নালা ব্যবহার, আলো-বাতাস প্রাপ্তি ইত্যাদি।
জেলা প্রশাসনের দ্রæত পদক্ষেপের কারনে ফরিদপুরের সোনাহারার কয়েকটি পরিবার এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগের জন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com