মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
Reading Time: 2 minutes
প্রেস বিজ্ঞপ্তি:
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় অদ্য ২৬/০৮/২০২৩ খ্রিঃ ১২.০০ হতে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়, জেলা কার্যালয়, পাবনা এর সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদ হাসান রনি’কে সাথে নিয়ে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি আভিযানিক দল ‘পাবনা জেলার সদর থানাধীন জোতগৌরী, জালালপুর সাকিনস্থ আয়শা প্রাইভেট কোং বি. ডি এবং ইভা প্রাইভেট কোং বি. ডি নামক ব্যবসা প্রতিষ্ঠান’ এ অভিযান পরিচালনা করে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৩৭, ৪৪ ধারা ভঙ্গের অপরাধে মোঃ নাসির উদ্দিন (৫২), পিতা-মৃত নয়ন মোল্লা, সাং-জোতগৌরী জালালপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা এর আয়শা প্রাইভেট কোম্পানি বি. ডি, জোতগৌরী, জালালপুর, পাবনা সদর, পাবনা নামক মবিল এন্ড লুব্রিকেন্ট ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মোড়ক ইত্যাদি ঠিক না থাকা এবং মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং মোঃ ইয়ার উদ্দিন (৫০), পিতা-মৃত নয়ন মোল্লা, সাং-জোতগৌরী জালালপুর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা এর ইভা প্রাইভেট কোং বি. ডি, জোতগৌরী, জালালপুর, পাবনা সদর, পাবনা নামক মবিল এন্ড লুব্রিকেন্ট ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মোড়ক ইত্যাদি না থাকার দায়ে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়াও ২০০৯ ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪০ ধারা ভঙ্গ করে পাবনা সদর থানাধীন ট্রাফিক মোড় এলাকায় ০৩ জন ডাব ব্যবসায়ীকে নির্ধারিত মূল্যের বেশী দামে ডাব বিক্রয় করার অপরাধে মোঃ শিমুল হোসেন মনা (৪৭)কে ১,০০০/- (এক হাজার) টাকা, শ্রী রাজু দাস (৩৫) কে ২,০০০/- (দুই হাজার) টাকা এবং মোঃ নুরুজ্জামান শেখ (৪২)কে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।
৩। উক্ত ব্যবসা প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযোগ নং-১০৮/২০২৩-২৪, ১০৯/২০২৩-২৪ তারিখঃ ২৬ আগস্ট, ২০২৩ খ্রিঃ মূলে ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং ০৩ জন ডাব ব্যবসায়ীকে অভিযোগ নং- ১১০/২০২৩-২৪, ১১১/২০২৩-২৪ এবং ১১২/২০২৩-২৪, তারিখঃ ২৬ আগস্ট, ২০২৩ খ্রিঃ মূলে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে সর্বমোট ১,৫৫,০০০/- (এক লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা জরিমানা করা হয়।
র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।