সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনা সুজানগর উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় হুইল চেয়ার, সেলাই মেশিন,স্প্রে মেশিন, বেঞ্চ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে এ সকল সামগ্রী বিতরণ করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন, আহমেদ ফিরোজ কবির এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার,এন এ কলেজের অধ্যাপক আবুল হাশেম, প্রাণী সম্পদের ভেটেনারী কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, শিক্ষা অফিসার আব্দুল জব্বার,সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান, আওয়ামী লীগ নেতা রাজা হাসান, ইউনুস আলী বাদশা, সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।