সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মনিরুজ্জামান মনির, সুজানগর পাবনা :
পাবনা সুজানগর উপজেলার ৩২ নং উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের পরকীয়া প্রেমের আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষক শিক্ষিকার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেন। বুধবার দুপুরে পাবনার সুজানগর উপজেলার ৩২ নং উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উদয়পুর ৩নং ইউপি সদস্য মেছের মন্ডল, ফজলু প্রামাণিক সহ অত্র বিদ্যালয়ে শিক্ষার্থী ও এলাকাবাসি। বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শ্রেণী কক্ষের ভেতরে আনোয়ার সাদাত মিল্টন ও ঐ বিদ্যালয়ের শিক্ষিকা রোজিনা খাতুন রোজির মধ্যে দীর্ঘদিন ধরে পরকিয়া সম্পর্ক করে এতে শিক্ষা প্রতিষ্ঠানে মান ক্ষুন্ন হচ্ছে। দুই শিক্ষাকের অপসরণ ও শাস্তি দাবি করে বক্তারা। এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের দ্রুত বিষয়টি খতিয়ে দেখে শিক্ষা কার্যক্রম ফিরে আনবে এমনটাই মনে করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। এছাড়াও এই ঘটনার বিচারের দাবিতে মাননীয় শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।