মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনার সুজানগরে হ্যারো গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোস্তাকিন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর পৌরসভার চর ভবনীপুর গ্রামে বালু বাহী হ্যারো গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোস্তাকিন (৪) নামক এক শিশুর মৃত্যু হয়। নিহত মোস্তাকিন চর ভবানীপুর গ্রামের আনিসুর রহমান শেখের ছেলে। স্থানীয় লোকজন জানান, সকাল ১১টার সময়ে শিশু মুস্তাকিন বাড়ির পাশে জালাল উদ্দিনের দোকানের পাশ থেকে রাস্তা পাড় হওয়ার হচ্ছিল তখন একটি বালু বাহী হ্যারো গাড়ি শিশু মোস্তাকিন কে সজরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সাথে সাথে মোস্তাকিনের কান, নাক ও মুখ দিয়ে মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল হাননান জানান, ঘাতক হ্যারো গাড়ি আটক করা হয়েছে, তবে হ্যারো গাড়ির চালক ও মালিক কে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।