শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনা সুজানগর উপজেলার দুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা বিশিষ্ট জবেদা নুর একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। পাবনা ২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির এ ভবনের উদ্বোধন করেন। গত শুক্রবার সন্ধায় উদ্বোধন শেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রথান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা ২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলার চেয়ারম্যান মোঃ শাহিনুজ্জামান শাহিন, সুজানগর পৌর মেয়র মোঃ রেজাউল করিম রেজা, আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুক্তার আলম, ঢাকা উত্তরের যুবলীগ নেতা এএইচএম কামরুজ্জামান কামরুল, র্যাব ৪ এর উপ-পরিচালক পুলিশ সুপার জয়িতা শিল্পি, সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাননান, সুজানগর উপজেলার আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হাবিবুর রহমান বাদশা, সদস্য কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ মোঃ গোলাম সেরায়ার হেলাল শিকদার, সুজানগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ গোলম রসুল, আলহাজ্ব আব্দুল গফুর মাষ্টার, সাকে কার্যকাির সদস্য এ.এফ.এম মনিরুল ইসলাম তরুন, সভপাতি দুলাই ইউনিয়ন আওয়ামীলীগ মোঃ রেজাউল করিম বাচ্চু, মোঃ আব্দুর রহমান সাবেক প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক বজলুর রহমান উচ্চবিদ্যালয়।
প্রধান অতিথি বলেন, আওয়ামীলীগ সরকার এলেই এ অঞ্চলের উন্নতি হয়। আজো পাড়াগায়ে ৪তলা বিশিষ্ট স্কুলের একাডেমিক ভবন তার প্রমান। এই এলাকার রাস্তাঘাট আমার বাবা সাবেক এমপি করে গেছেন। তাই আগামী ২০২৩ সালের নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনার আহবান জানান। উল্লেখ্য বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের জাবেদা নুর ভবনের ১৮ শতক জমি যুবলীগ নেতা কামরুলের পরিবার কিনে দেন। ওই জমিতে কামরুলের বাবা মায়ের নামে ভবনটি নির্মান করা হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন, স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, মোঃ আমজাদ হোসেন মাষ্টার, আবুল কালাম আজাদ, মাহবুল কবির পলাশ ও অত্র এলাকার যুব সমাজ।