বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সুলভ খান, পাবনা :
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক যুগ পুর্তী উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বেলা ১১ টায় পাবিপ্রবি.র ক্যাম্পাসে এক আলোচনা সভা ও দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়। পাবিপ্রবি’র অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মীর খালেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবিপ্রবি উপ-উপচার্য অধ্যাপক ড. এস.এম. মোস্তফা কামাল খান, পাবিপ্রবির ডিন ড. মোঃ হাবিবুল্লাহ ও পাবিপ্রবি’র প্রক্টর মোঃ কামাল হোসেন । এ সময় অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের সকল শিক্ষার্থীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক দিলীপ কুমার নাথ।