বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনা র‌্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি লোক চক্ষুর অন্তরালে খিলগাঁও থানায় করা চার মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী-সাবের হোসেন চৌধুরী তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের পাশে পাবনার সিংগা মানবকল্যাণ ট্রাস্ট ইবির ধর্মতত্ব বিভাগে নতুন বিভাগ চালু করার আশ্বাস উপাচার্যের ভালোবাসার টানে ফিলিপাইন ছেড়ে রাজশাহীতে এসে ঘর বাঁধলেন দুই তরুণী কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টামন্ডলী কোন কমিটির অনুমোদন দেয় নাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিকনির্দেশনা দিলেন আরএমপি’র পুলিশ কমিশনার সিরাজগঞ্জে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রীকে কটাক্ষের প্রতিবাদে বগুড়ায় পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

Reading Time: 2 minutes

মেহেদী হাসান, বগুড়া:
বুধবার বেলা সাড়ে ১২টায় বগুড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে কেন্দ্রীয় ছাত্রদলের শিষ্টাচার বহির্ভূত ও অবান্তর বক্তব্যের প্রতিবাদে শহর ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল হয়েছে।
কর্মসূচিতে পৌর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাসের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বিরের পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাকিবুল হাসান শাওন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, মিথিলেস প্রসাদ, সাবেক প্রচার সম্পাদক মুকুল ইসলাম, সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহা, জেলা ছাত্রলীগ নেতা ইমন শেখ নাসের, পৌর ছাত্রলীগের সহ সভাপতি আবির হোসেন বিদ্যুৎ, মাহবুবুল হক শাফিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামি আল সাব্বির, আসিফ শেখ, তানভির রহমান কৌশিক, রাফিউর রহমান, আক্কাছ আলী সরকার, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মুহাইমিনুল হাসান মীম, তানিন আহমেদ, জয় কুমার দাস, নয়ন অধিকারী, সাখাওয়াত হোসেন, ইউসুফ আব্দুল্লাহ ইমন, প্রচার সম্পাদক মেফতাহুল কবির হৃদয়, দপ্তর সম্পাদক মোস্তফা আল মামুন, শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক স্বাধীন, আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা আরিফ শেখ, শারফুল ইসলাম মিতু, ইমরান।
বিক্ষোভ মিছিল শেষে টেম্পল সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটাক্ষ করেছেন ছাত্রত্বহীন ছাত্রদলের সাধারণ সম্পাদক। যা শিষ্টাচার বহির্ভূত ও অবান্তর। দেশ যখন এগিয়ে যাচ্ছে, দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। ঠিক তখনই বিএনপির মদদপুষ্ট ছাত্রদলের সাধারণ সম্পাদক দেশরত্ন শেখ হাসিনার নামে কটাক্ষ করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মেধাবী নেতৃত্ব নিয়ে দেশের সকল উন্নয়নে অংশীদার হয়ে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের হিংসাপরায়ণ হয়ে যখন যা ইচ্ছে বলে যাচ্ছে। দেশের মানুষকে তারা ভুল বোঝানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ উন্নয়ন চায়, অধিকার চায়। যা দেশরত্ন শেখ হাসিনা প্রতিষ্ঠা করেছেন। দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে যে কোন ধরনের ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ নেতা পাপ্পু, আজবিন, রিফাত, মোস্তাকিম, শামীম আহমেদ, আপন, ফরিদ, রাফিদ, , মাহমুদ, রানা, সাকিব, সম্পদ চক্রবর্তী, ইমন, মিথুন, আদিত্য, লাম, নাজমুল, মাহি, নিরব সহ পৌর এলাকার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com