বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃমেহেদী হাসান, বগুড়া :
বগুড়ায় জাল টাকাসহ মাহমুদ আলী ওরফে মামুদ আলী(৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার সাবগ্রাম চারমাথায় মাটিডালী থেকে বনানী ২য় বাইপাসের পাশে শিক্ষার্থী ছাউনি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহমুদ সদর উপজেলার বড় টেংড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ।
ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পনের হাজার জাল টাকাসহ মাহমুদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।