বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট:
অবশেষে অনেক জল্পনাকল্পনা অবিশ্বাসের বাঁধ ভেঙে দিয়ে অটোপাশদের ফরমফিলাপের টাকা ফেরত দিতে শুরু করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সেই সাথে বাংলাদেশ সরকারের প্রতি সন্দেহের দৃষ্টি বিশ্বাসী হয়ে ফরমফিলাপের অর্থ ফেরত নিতে শুরু করেছে, শিক্ষার্থী, অভিভাবকেরা। তেমনি একটি ফরমফিলাপের অর্থ ফেরত অনুষ্ঠান হয়ে গেলো, বগুড়া জেলার ধুনট মহিলা কলেজের এইচ এস সি ২০২০ সালের অটোপাশ শিক্ষার্থীদের ফরম ফিলাপের (বোর্ড নির্ধারিত) টাকা ফেরত প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। অত্যান্ত সুশৃঙ্খলভাবে আনন্দঘন পরিবেশে অর্থ ফেরত প্রদান করলেন, অত্র কলেজের অধ্যক্ষ এস.এম. জিয়াউল হক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। ২১/১০/২০২১ ইং সময় -সকাল এগারোটা ত্রিশ মিনিটে এই অর্থ ফেরত প্রদান অনুষ্ঠানে অপরিমেয় আস্থা ও উদ্দীপনা নিয়ে অত্র কলেজর উপস্থিত ছিলেন অধ্যক্ষ এস এম জিয়াউল হক , উপাধ্যক্ষ সাইফুল ইসলাম , প্রভাষক মোঃ আনিছুর রহমান (হিসাব বিজ্ঞান) , মোঃ সোলাইমান হোসেন সহকারী অধ্যাপক , মোঃ রানাউল আমীন প্রভাষক (ব্যাবস্থাপনা) , শুভ্রা কলি দে প্রভাষক (ইংরেজি) ,আল মামুন প্রভাষক (যুক্তিবিদ্যা) , মোঃ জাহিদ হাসান (সেলিম ) প্রভাষক (মার্কেটিং) এবং শিক্ষার্থী বৃন্দ। শিক্ষার্থী মোছা : সানজিদা খাতুন, ফরমফিলাপের অর্থ ফেরত পেয়ে সাংবাদিকদের জানান- সে মনে করে ছিলেন এই ফরমফিলাপের অর্থ হয়তো ফেরত পাবেন না। কিন্তু বাস্তবে এই অর্থ ফেরত পেয়ে সে খুবই আনন্দিত হয়েছেন, ফেরত অর্থ তার বাবার সংসারে অনেক কাজে লাগবে এবং বেশ উপকার হলো।