বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

News Headline :
মিছিলে গিয়ে নিখোঁজ শাহীন এক মাসেও বাড়ি ফেরেনি, মর্গে থাকা লাশের দাবি পরিবারের পাবনায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ছাত্র গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে পাবনায় শহীদি মার্চ কর্মসূচি পালন টাংগাইলের মধুপুরে “শহীদি মার্চ পালন” কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লুট হওয়া একটি গ্যাসগান উদ্ধার নওগাঁর মান্দায় লীজকৃত পুকুরের দখল পাচ্ছেন না যুবদলনেতা আব্দুল জলিল জুড়ীতে নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পৌর প্রশাসনের মতবিনিময় সভা ইবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন রাজশাহীতে শেখ হাসিনা-কাদেরসহ ৪৪১ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বগুড়া ধুনট পল্লীবিদ্যুত রোজার সাথে পাল্লা দিয়ে লোডশেডিং

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনটে পল্লীবিদ্যুতের অব্যবস্থাপনা লোডশেডিং রোজার মধ্যে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে পরেছে বলে সকলের অভিযোগ।
রোজার সাথে পাল্লা দিয়ে নামাজ ইফতার সেহরির সময় বেছে বেছে লোডশেডিং দেয়া হচ্ছে বলে সবাই অভিযোগ করেন। কম্প্লিন রুমে কল করলে আজিবন ব্যস্ত শোনা যায়, ইন্জিনিয়ার, ডিজিএম কাউকে ফোন দিয়ে সাথেসাথে পাওয়াটা এখন স্বপ্নের ব্যপার। ০১৭৬৯৪০৭২৩৪ ডিজিএম, ০১৭১২২৯৪২৯৯ ইন্জিনিয়ার, ০১৭৬৯৪০০৯০৮ কমপ্লিন – এই নাম্বার গুলোতে ধুনট উপজেলার বিশেষ এক সরকারি কর্মচারীর উপস্থিতিতে প্রমান করার জন্য কল দিয়ে পাওয়া যায় নাই, তাই সেই সরকারি কর্মচারী বলেন ধুনট পল্লীবিদ্যুত এতোটুকু যাচ্ছেতাই হয়ে গেছে, উনি জানতেন না।
এব্যপারে ধুনট উপজেলা নির্বাহী অফিসার সন্জয় কুমার মহন্ত এর সাথে সোমবার বিকালে কথা বলে জানা যায়, কয়েকদিনের বিদ্যুৎ এর অব্যবস্থাপনায় তিনিও অতিষ্ট। ডিজিএম এর সাথে কথা বলে দিকনির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার০৪/০৪/২২ তারিখে গোসাইবাড়ীর বিদ্যুৎ ব্যবস্থা দেখে অসন্তুষ্ট প্রকাশ করেন, এবং ডিজি এমকে দিকনির্দেশনা দেয়ার জন্য কল করে পাওয়া যায় নাই। পরিশেষে নির্বাহী অফিসার বললেন ডিজিএম এর সাথে বলবেন রোজার মধ্যে বিদ্যুৎ এর কোন সমস্যা না হয় – সেটা যেনো নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com