বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনা র‌্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি লোক চক্ষুর অন্তরালে খিলগাঁও থানায় করা চার মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী-সাবের হোসেন চৌধুরী তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের পাশে পাবনার সিংগা মানবকল্যাণ ট্রাস্ট ইবির ধর্মতত্ব বিভাগে নতুন বিভাগ চালু করার আশ্বাস উপাচার্যের ভালোবাসার টানে ফিলিপাইন ছেড়ে রাজশাহীতে এসে ঘর বাঁধলেন দুই তরুণী কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টামন্ডলী কোন কমিটির অনুমোদন দেয় নাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিকনির্দেশনা দিলেন আরএমপি’র পুলিশ কমিশনার সিরাজগঞ্জে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বগুড়া শাজাহানপুরে মাটি বাহী ট্রাক ও থ্রি-হুইলার সংঘর্ষে হতাহত ৬

Reading Time: < 1 minute

অশোক সরকার, শাজাহানপুর বগুড়া:
বগুড়া শাজাহানপুর উপজেলায় মাটি বাহী ট্রাক এবং সিএনজি চালিত থ্রি-হুইলারের সংঘর্ষে নারী সহ ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৪জন। শনিবার(৯এপ্রিল) রাত ৮টার দিকে খোট্রাপাড়া ইউনিয়নের তিনপুকুর নামক স্থানে এই ঘটনা ঘটে। হতাহত সবাই থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। পুলিশ ট্রাক এবং সিএনজি চালিত থ্রি-হুইলার আটক করে তাদের হেফাজতে নিয়েছেন। তবে ট্রাক চালক পালিয়ে যেতে স্বক্ষম হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন শ্জাাহানপুর উপজেলার শ্বশানকান্দি উত্তরপাড়া গ্রামের পুটু মিয়ার মেয়ে পুতুল খাতুন(২৬) এবং গাবতলী উপজেলার নিজ গ্রামের আব্দুল বাকি(৫৫)।
আহতদের মধ্যে রয়েছেন গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের নাছির হাসান(২৫), কলাকোপা গ্রামের বারী মিয়া(৪৭),একই গ্রামের ইমন(৫), তন্নিতলা গ্রামের নায়েব আলী(৩৫)।
স্থানীয়রা আজকের পত্রিকাকে বলেন, মাটি বাহী খালি ট্রাক দ্রুত গতিতে বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি দিক থেকে বনানী মুখে আসছিলো। একই সময় অপরদিক থেকে বনানী লিচুতলা থেকে যাত্রী নিয়ে দ্রুত গতিতে বাগবাড়ি দিকে যাচ্ছিলো। খোট্রাপাড়া তিনপুকুর নামক স্থানে আসলে থ্রি-হুইলার এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল বাকি এবং পুতুল। স্থানীয়রা নিহত এবং আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
ঘটনাস্থল থেকে শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, থ্রি-হুইলারে চালক সহ মোট ৬জন ছিলেন। ট্রাকের সাথে সংঘর্ষে থ্রি-হুইলারের সবাই আহত হন। হাসপাতালে নেয়ার পর ২জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ট্রাক এবং থ্রি-হুইলার আটক করে হেফাজতে নেয়া হয়েছে। নিহতদের পরিবার থেকে মামলা দিলে অবশ্যই নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com