বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
অশোক সরকার, শাজাহানপুর বগুড়া:
বগুড়া শাজাহানপুর উপজেলায় মাটি বাহী ট্রাক এবং সিএনজি চালিত থ্রি-হুইলারের সংঘর্ষে নারী সহ ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৪জন। শনিবার(৯এপ্রিল) রাত ৮টার দিকে খোট্রাপাড়া ইউনিয়নের তিনপুকুর নামক স্থানে এই ঘটনা ঘটে। হতাহত সবাই থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। পুলিশ ট্রাক এবং সিএনজি চালিত থ্রি-হুইলার আটক করে তাদের হেফাজতে নিয়েছেন। তবে ট্রাক চালক পালিয়ে যেতে স্বক্ষম হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন শ্জাাহানপুর উপজেলার শ্বশানকান্দি উত্তরপাড়া গ্রামের পুটু মিয়ার মেয়ে পুতুল খাতুন(২৬) এবং গাবতলী উপজেলার নিজ গ্রামের আব্দুল বাকি(৫৫)।
আহতদের মধ্যে রয়েছেন গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের নাছির হাসান(২৫), কলাকোপা গ্রামের বারী মিয়া(৪৭),একই গ্রামের ইমন(৫), তন্নিতলা গ্রামের নায়েব আলী(৩৫)।
স্থানীয়রা আজকের পত্রিকাকে বলেন, মাটি বাহী খালি ট্রাক দ্রুত গতিতে বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি দিক থেকে বনানী মুখে আসছিলো। একই সময় অপরদিক থেকে বনানী লিচুতলা থেকে যাত্রী নিয়ে দ্রুত গতিতে বাগবাড়ি দিকে যাচ্ছিলো। খোট্রাপাড়া তিনপুকুর নামক স্থানে আসলে থ্রি-হুইলার এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল বাকি এবং পুতুল। স্থানীয়রা নিহত এবং আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
ঘটনাস্থল থেকে শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, থ্রি-হুইলারে চালক সহ মোট ৬জন ছিলেন। ট্রাকের সাথে সংঘর্ষে থ্রি-হুইলারের সবাই আহত হন। হাসপাতালে নেয়ার পর ২জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ট্রাক এবং থ্রি-হুইলার আটক করে হেফাজতে নেয়া হয়েছে। নিহতদের পরিবার থেকে মামলা দিলে অবশ্যই নেয়া হবে।