বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনা র‌্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি লোক চক্ষুর অন্তরালে খিলগাঁও থানায় করা চার মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী-সাবের হোসেন চৌধুরী তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি আদিবাসী খ্রিস্টান সম্প্রদায়ের পাশে পাবনার সিংগা মানবকল্যাণ ট্রাস্ট ইবির ধর্মতত্ব বিভাগে নতুন বিভাগ চালু করার আশ্বাস উপাচার্যের ভালোবাসার টানে ফিলিপাইন ছেড়ে রাজশাহীতে এসে ঘর বাঁধলেন দুই তরুণী কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টামন্ডলী কোন কমিটির অনুমোদন দেয় নাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিকনির্দেশনা দিলেন আরএমপি’র পুলিশ কমিশনার সিরাজগঞ্জে আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিষমুক্ত সবজি চাষে সফল রাজশাহী জেলার  কৃষকরা!

Reading Time: < 1 minute

বিশেষ সংবাদদাতা, রাজশাহী :
রাজশাহী জেলার বাঘা চারঘাট উপজেলায় খরচ কম ও রোগবালাই কম হওয়ায় কৃষকরা সবজি চাষে বেশি ফলন পাচ্ছেন। বাজারে বিষমুক্ত সবজির ব্যাপক চাহিদা থাকায় ভালো দামে বিক্রি করতে পারছেন। ফলে এই জেলায় দিন দিন সবজির চাষ বাড়ছে।
জানা যায়, পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন প্রকল্পের আওতায় রাজশাহী জেলার বাগা চারঘাট উপজেলায় প্রায় ১০০ একর জমিতে ৫ শতাধিক কৃষক সবজি চাষ করছেন। কৃষকরা এই প্রকল্পের আওতায় বিষমুক্ত ফুলকপি, বাঁধাকপি, শিম, করলা, টমেটো, বেগুনসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ করেছেন। বর্তমানে অধিকাংশ কৃষক জমি থেকে সবজি তুলে বাজারে বিক্রি করছেন।
কৃষক মো. মুনাফ, ওমর ফারুক ও মো. আকতার বলেন, আমি আগে কীটনাশক দিয়ে শীতকালীন সবজি চাষ করলেও বর্তমানে কৃষি বিভাগের পরামর্শে ২ একর জমিতে ফুলকপি, বাঁধাকপি, করলা, টমেটো ও বরবটি চাষ করছি। সবজিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমন কম হওয়ায় খরচ কম হয়েছে। এই ২ একর জমিতে সবজি চাষে আমার ১ লাখ টাকা খরচ হয়েছে। বাজারদর ভালো আছে। আশা করছি লাভবান হতে পারবো।
কৃষক মো. ইউসুফ ও বেল্লাল হোসেন বলেন, ক্রেতাদের মাঝে বিষমুক্ত সবজির চাহিদা খুব বেশি। আর আমরা বিষমুক্ত সবজি চাষ করি। তাই আমরা সবজি অন্যান্য সবজির চেয়ে ভালো দাম পেয়ে থাকি। আগে সবজি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হতো। এখন পাইকাররা জমিতে এসে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। এতে সবজি বিক্রি করে আমরা লাভবান হতে পারছি।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, আমরা প্রতিদিন বাঘা – চারঘাট এলাকার জমি গুলো পরিদর্শন করি। কৃষকদের সরাসরি সবজি চাষের পরামর্শ দেই। বাঘা – চারঘাট উপজেলার কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তা বলেন, আমরা বাঘা চারঘাট উপজেলার ৫ শতাধিক কৃষককে প্রশিক্ষণ ও কারিগরি সহযোগীতা দিয়েছি। কৃষকরা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বিষমুক্ত সবজি চাষ করছেন। আগের থেকে বেশি ফলন ও বাজারে ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারছেন। আশা করছি আগামীতের আরো বেশি পরিমানে সবজির চাষ হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com