শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো: ইব্রাহীম,সরাইল ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ৫ এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে রান্নাঘর থেকে সবখানে। এ সুযোগে অন্য জিনিসের দামও বৃদ্ধি পাচ্ছে। ১২ কেজি বা সাড়ে ১২ কেজির একটি বোতলের খুচরা মূল্য ১০৮০ টাকা থেকে ১১০০ টাকা বিক্রি হচ্ছে। পাইকারী ১০২০ থেকে ১০৪০ টাকা বিক্রি হচ্ছে। দুই মাস আগেও এর দাম ছিল ৯৫০ টাকা। ফলে দুই মাসের ব্যবধানে ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে সর্বোচ্চ ১৫০ টাকা।
কালীকচ্ছ এলাকার খুচরা ও পাইকারী ব্যবসায়ী অনিক গ্যাস হাউজ এর মালিক সারোয়ার মো: তারিক বলেন, এলপি গ্যাস সিলিন্ডারের দাম প্রতিনিয়ত বাড়ছে। দুই মাস আগেও আমরা গ্রাহকদের কাছে ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডার ৯৫০ টাকা করে বিক্রি করেছি। তা এখন বিক্রি হচ্ছে ১০৪০ টাকা এবং খুচরা ১০৫০ টাকা বিক্রি করছি। নিয়মিত দর ওঠানামার কারণেও ক্রেতারাও দাম নিয়ে প্রশ্ন তুলেছেন।
খুচরা বিক্রেতা সালাম মিয়া বলেন, আমরা পাইকারী ১০৪০ টাকা করে এনে ১০৮০ টাকা বিক্রি করি। এলাকার বাসিন্দা নিজামুল হক ও ফয়সাল মিয়া বলেন, আমরা দুই মাস আগেও ৯৫০ টাকা করে ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডার কিনেছি। কিন্তু তা হঠাৎ করে এখন ১১০০ টাকা করে নিচ্ছে। কী কারণে এ দাম বাড়ছে তা বুঝতে পারছি না।
এলপি গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। তারা বলছেন, কোনো ধরনের নিয়ম-নীতি ছাড়াই এভাবে গ্যাসের দাম বৃদ্ধি তাদের জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এলাকাবাসীর।