মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীদের আড্ডা ঠেকাতে বিনোদন কেন্দ্রগুলিতে অভিযান চালাচ্ছে পুলিশ।মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০টায় মহানগরীর শিমলাপার্কে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বে ছিলেন, মহানগরীর রাজপাড়া থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) মোঃ মঈনুল বাশার ও একাধিক এসআই, এএসআই ও সঙ্গীয় ফোর্স।তিনি জানান, স্কুল ফাঁকি দিয়ে মহানগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছেলে মেয়েরা ঘুরে বেড়ায়, আড্ডা দেয়। এ সময় তারা কৌশলে স্কুলড্রেস খুলে ব্যাগে রাখে। যাতে কেউ বুঝতে না পারে তারা স্কুল ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছে। এর আগে অনেক ছাত্র-ছাত্রীদের ব্যাগ তল্লাশী করে স্কুলড্রেস পাওয়া গেছে। পরে (মা-বাবা) অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দেয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে ছেলে মেয়েদের প্রতি নজরদারী বাড়াতে। ছেলে মেয়েরা যাতে বিপদগামী না হয়ে পড়ে, নেশায় আশক্ত না হয়, কিশোর গ্যাংয়ের মতো অপরাধী চক্রের সাথে জড়িয়ে না পড়ে। মূলত সেই লক্ষ্যেই আরএমপি পুলিশ কমিশনারের নির্দেশে এই অভিযান চলছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি তদন্ত।