বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার(২৫মার্চ) বিকেলে উপজেলার বড়বিল এলাকায় ডলু খালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহীনা নাছরিন। এ সময় মৃত মো: ইউনুছ মিয়ার ছেলে মো: কবির হোসেনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(ছ) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শাহীনা নাছরিন বলেন, উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।