শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শুভ দৃষ্টি কামনা করে আগামী রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে রংপুরবাসীর উন্নয়নের স্বার্থে নৌকা মার্কা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল। গতকাল বুধবার বেলা ১২ টায় দেওয়ানবাড়ি রোডস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের শুরুতে তিনি স্বরণ করেন জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা ১৫ আগষ্ট এক সাথে জীবন দিয়েছিলেন তাদের। স্বরণ শেষে তিনি বলেন, মূলত আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছা পোষন করি। বিগত ২০১৮ সাল থেকে রংপুর সিটি কর্পোরেশন এলাকার ১৮৬ টি মৌজা ও ৯৫২টি পাড়া মহল্লায় খুলি ও উঠান বৈঠক করে আসছি। গত ঈদুল ফিতর ও ঈদুল আযহায় মেট্রোপলিটন ৬টি থানায় ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধারাবাহিক ভাবে করেছি। জনগনই ক্ষমতার মূল উৎস। আপনি যে নির্বাচনি করুন না কেন তৃনমূলের জনগনের পাশে যেতে হবে। এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতার ৫১ বৎসরে, গত ৪৮ বৎসর থেকে রংপুর সদর-৩ আসনের নৌকা মার্কার কোন প্রতিনিধি নির্বাচিত হননি। তথাপি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধু হিসেবে নিজেই রংপুরবাসীর দায়িত্ব কাধে নিয়ে রংপুর বিভাগ ও সিটি কর্পোরেশন দিয়ে অনেক উন্নয়ন সাধন করেছেন। আমি রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে নির্বাচন করতে ইচ্ছুক। মাননীয় প্রধানমন্ত্রী নৌকামার্কা মনোনয়ন দিবেন প্রার্থীর জনপ্রিয়তার মাপকাঠি দিয়ে, আমি যে ভাবে নৌকার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি আমার বিশ্বাস মাননীয় নেত্রী আমাকে নৌকামার্কা দিয়ে পুরস্কৃত করবেন। আর আমি নৌকামার্কার প্রার্থী হয়ে নির্বাচিত হলে জনগনকে ডিজিটাল সিটি কর্পোরেশন উপহার দিব ইনশাল্লাহ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল হক হারুন, যুগ্ম সম্পাদক রওশানুল কায়সার সংগ্রাম, নিধুরাম অধিকারী, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের জিলানী, হারাগাছ থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, হাজিরহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদা বেগম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমানসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।