মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
Reading Time: 2 minutes
হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
রংপুরে চাঁদা না পেয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর গণেশপুর এলাকায় তিনি ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেন। ব্যবসায়ীরা দিতে অস্বীকার করলে তিনি ও তাঁর লোকজন বিভিন্ন দোকানে হামলা-ভাংচুর চালায়। এর পরেই বিক্ষুব্ধ ব্যবসায়ীরা নগরীর গণেশপুর-টার্মিনাল সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় তারা। এঘটনায় ব্যবসায়ী নুর হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত শাহিন মিয়াকে গ্রেফতার করে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, রংপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মিয়া প্রায়শই গনেশপুর এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা তুলে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গনেশপুর ক্লাব মোড় এলাকার ব্যবসায়ী নূর হোসেন, কামরুজ্জামান ও সিরাজুলের দোকানে গিয়ে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর চড়াও হন শাহিন মিয়া। এক পর্যায়ে মারধর করার পাশাপাশি সন্ত্রাসী কায়দায় দোকানে হামলা চালিয়ে মালামাল ভাঙচুর করে। হামলার ঘটনা জানাজানি হলে এলাকাবাসীসহ অন্য ব্যবসায়ীরা ছুটে আসেন। ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত শাহিন মিয়া। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন এলাকাবাসী। তারা রাস্তায় বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা ঢাকাগামী বাসসহ সকল যানবাহন চলাচল বন্ধ থাকে। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীসহ বিক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে চাঁদা দাবির অভিযোগের বিষয় জানতে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি মোবাইল নম্বর বন্ধ রাখায় তার বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, চাঁদার দাবিসহ মারধর ও দোকানে হামলার ঘটনায় মামলা দায়ের করার পরেই অভিযুক্ত শাহিন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।