মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:২১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রংপুর ব্যুরো:
রংপুরে ৪র্থ দফায় ভর্তুকি মুল্যে নি¤œ আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য (চিনি ২ কেজি, মশুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, পেয়াজ ২ কেজি) বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়। এবারে ৪র্থ দফায় রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে মোট ৯৯,২৬৮টি পরিবারের মাঝে এই টিসিটির পন্য দেওয়া হবে।
সোমবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের রাধাবল্লভ প্রাথমিক বিদ্যালয়ের সামনে টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মুল্যে নি¤œ আয়ের মানুষের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক আসিব আহসান ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতেমা, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, প্রশাসনিক কর্মকর্তা নাইম উল হক প্রমুখ।