সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম প্রয়াণ দিবস এবং শোকাবহ আগস্ট উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমি স্কুলে স্কুল পর্যায়ে চারটি বিভাগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুক্রবার বেলা সাড়ে ৩টায় শিশুদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামার উল্লাহ সরকার, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য ইসমাইল হোসেন, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সভাপতি নিতাই কুমার সরকার, ভোর হলোর সাধারণ সম্পাদক রিয়াফিল হাসান প্রমুখ। শনিবার (২৭ আগস্ট) এই প্রতিযোগীর ফলাফল ঘোষণা করা হবে। যারা পুরস্কৃত হবেন তাদেরকে ৩১ আগস্ট বিকাল ৫টায় রাজশাহী মেডিকেল কলেজের অন্তর্গত ডাঃ কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে পুরস্কার প্রদান করা হবে। অন্যান্য অংশগ্রহণকারীদের প্রত্যেককে আগামী ১ সেপ্টেম্বর বৃহষ্পতিবার থেকে সন্ধ্যায় কুমারপাড়াস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর কার্যালয় থেকে সনদপত্র সংগ্রহ করতে হবে।