মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাবিতে এক ছাত্রীর শ্লীলতাহানি করে পালানোর সময় করিম ইসলাম রাব্বি (২৮) নামের এক যুবককে ধাওয়া দিয়ে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৬ আগস্ট) মহানগরীর মতিহার থানার কাজলার মোড়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার করিম ইসলাম রাব্বি, সে নওগাঁ জেলার বদলগাছি থানার আক্কেলপুর গ্রামের মোঃ আকরাম হোসেনের ছেলে।শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) শাহীন।তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অভ্যান্তরে মাষ্টার্সের এক ছাত্রীর বুকে জোরপূর্বক হাত দিয়ে পালিয়ে যায় রাব্বি। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে তাকে ধাওয়া দিয়ে কাজলার মোড়ে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, ইতিপূর্বেও রাবি’তে এক ছাত্রীর বুকে হাত দিয়ে পালিয়েছিলো রাব্বি। তবে এই প্রথম তাকে আটক করা হলো। এ ব্যপারে আটক রাব্বির বিরুদ্ধে মতিহার থানায় নারী শিশু আইনের ১০ ধারায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং ২২।
রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।