মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
অদ্য ২৬ এপ্রিল, ২০২২ তারিখ ১৪.১৫ ঘটিকায় সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে “কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন স্বরুপের ঘোপ সাকিনস্থ মোঃ আশরাফুল (৩৫), পিতা-মোঃ আমরুল মন্ডল এর বসতবাড়ীর দক্ষিণ পশ্চিমে কাজিহাটা হইতে স্বরুপের ঘোপ গ্রামগামী পাঁকা রাস্তার উপর” অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ মিতুল হোসেন (১৯), পিতা-মোঃ ওলিল মন্ডল, সাং-কাজিহাটা (কলোনীপাড়া), থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীর নিকট হতে ১৩ (তের) বোতল অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য ফেন্সিডিল, মোবাইল ০২টি ও সিম ০৪টি এবং নগদ ৫৪০/- (পাঁচশত চল্লিশ) টাকা উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
স্বাক্ষরিত/–
কিশোর রায়,সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার,র্যাব-১২, সিপিসি-২, পাবনা।