শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
শেখ হাসিনা’র নির্দেশে শোকাবহ আগস্টের কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের আয়োজনে এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বি এম এ, রাজশাহীর সহযোগিতায় ধারাবাহিক বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টায় নগরীর ডাঁশমারী উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অন্তর্গত মতিহার থানা আওয়ামী লীগের অন্তর্ভূক্ত সকল ওয়ার্ডের সহস্্রাধিক অসুস্থ্য রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, ঔষুধ সরবরাহ করা হয় এবং জটিল রোগীদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
এ উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য আলিমুল হাসান সজল, মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা সহ চিকিৎসকবৃন্দ।এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সকল চিকিৎসক ও স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে সাধারণ জনগণের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে আশ্বস্ত করেন।