বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো. ইব্রাহীম, সরাইল প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম মিয়া (১৫) নামের এক শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূঁইশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিম চুন্টা ইউনিয়নের ঘাগরাজোর গ্রামের আলী আকবরের ছেলে। নিহতের পরিবার জানান, সেলিম বিদ্যুৎ চালিত মেশিনে রড কাটার কাজ করত। অন্যান্য দিনের মতো ভূঁইশ্বর গ্রামের আব্দুল মতিনের বাড়িতে কাজ করতে গিয়েছিল। বিদ্যুৎ চালিত মেশিনে রড কাটায় ব্যস্ত ছিল। কিশোর শ্রমিক সেলিম। মেশিনের ক্যাবলের কোন এক জায়গায় বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবার বা স্বজনদের কোন ধরনের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।