বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মোঃ ইব্রাহীম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোডে এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ সাইমা আক্তার মিতু(১৮) নামে এক মাদক পাঁচারকারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খাটিহাতা হাইওয়ে থানা এ এস আই আরিফুল আলম খান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কে তিশা পরিবহন যাত্রীবাহী বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।আটককৃত সাইমা আক্তার মিতু কসবা উপজেলা কইয়াবানিয়া গ্রামের মনির মিয়া মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার (ওসি) মোশাহজালাল আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন খাঁটিহাতা নামক স্থানে তিশা পরিবহন যাত্রীবাহী বাস কাউন্টারের সামনে তল্লাশি চালানোর সময় এক যুবতী মেয়ে স্কুল ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা কালে আটক করা হয়। এ সময় তার ব্যাগ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।